এদেশের প্রাচীন ইতিহাস পর্যালোচনা করে জানাযায়। এই আঞ্চল টি বরেন্দ্র আঞ্চল হিসাবে পরিচিতি। অত্র ইউনিয়নের ভূমির প্রকৃতি এটেল মাটি, কোথাও লালমাটি, কোথা ও দো-আস মাটি, কোথা ও উচু, কোথা ও নিচু, অসমতল, কোথা ও উর্বর কোথা ও কোথা ও অনুর্বর মাটি। চল্লিশ/পঞ্চাশ দশকে অত্র ইউনিয়ন কাউন্সিলের প্রেসিডেন্ট ছিলেন (১) শেখ আব্দুর রহমান (২) আলাউদ্দীন সরকার। ইহার অনেক পূর্বে এদেশে জমিদার প্রথা ছিল। তারাই শাসন করতেন এই ইউনিয়ন বেশির ভাগ হিন্দু ও আদিবাসী জনগোষ্ঠী বসবাস করতেন। ১২০০/১৩০০ সালের দিক বাংলার এদেশে মুসলিম আগমন করতে থাকলে এএলাকার মুসলিম আধিপাত্য বাড়তে থাকে। ১৯৪৭ সালে পাকি স্থান সৃষ্টি হলে আদিবাসী ও জমিদার গন এদেশ ত্যাগ করে পার্শ্ববতী রাষ্ট্র ভারতে প্রবেশ করে সেখানে গিয়ে জীবন যাপন শুরু করে। কিছু কিছু আদিবাসী এখনও এদেশে ও এই ইউনিয়নে রয়ে গেছে এবং বর্তমানে পূর্বে রতুলনায় মুসলিম ও আদিবাসী¯ সদছন্দ্য` জীবন যাপন করছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস