Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Image
Title
ইউনিয় পরিষদ ভবন
Details

এদেশের প্রাচীন ইতিহাস পর্যালোচনা করে জানাযায়। এই আঞ্চল টি বরেন্দ্র আঞ্চল  হিসাবে পরিচিতি। অত্র ইউনিয়নের ভূমির প্রকৃতি এটেল মাটি, কোথাও লালমাটি, কোথা ও দো-আস মাটি, কোথা ও উচু, কোথা ও নিচু, অসমতল, কোথা ও উর্বর কোথা ও কোথা  ও অনুর্বর মাটি। চল্লিশ/পঞ্চাশ দশকে অত্র ইউনিয়ন কাউন্সিলের প্রেসিডেন্ট ছিলেন (১) শেখ আব্দুর রহমান (২) আলাউদ্দীন সরকার। ইহার অনেক পূর্বে এদেশে জমিদার প্রথা ছিল। তারাই শাসন করতেন এই ইউনিয়ন বেশির ভাগ হিন্দু ও আদিবাসী জনগোষ্ঠী বসবাস করতেন। ১২০০/১৩০০ সালের দিক বাংলার এদেশে মুসলিম আগমন করতে থাকলে এএলাকার মুসলিম আধিপাত্য বাড়তে থাকে। ১৯৪৭ সালে পাকি স্থান সৃষ্টি হলে আদিবাসী ও জমিদার গন এদেশ ত্যাগ করে পার্শ্ববতী রাষ্ট্র ভারতে প্রবেশ করে সেখানে গিয়ে জীবন যাপন শুরু করে। কিছু কিছু আদিবাসী এখনও এদেশে ও এই ইউনিয়নে   রয়ে গেছে এবং বর্তমানে পূর্বে রতুলনায় মুসলিম ও আদিবাসী¯ সদছন্দ্য` জীবন যাপন করছে।